ঘরের মাঠে বিদায় জানাতে পারবেন তো মেসি?

দীর্ঘ ক্যারিয়ারে ইনজুরি খুব বেশি ভোগাতে পারেনি লিওনেল মেসিকে। তবে ক্যারিয়ার সায়াহ্নে এসে নিয়মিতই ইনজুরির সঙ্গে লড়তে হচ্ছে তাকে। যে কারণে ক্লাব আর জাতীয় দলেও বেশ হিসেব করে খেলানো হয় ৩৮ বছর বয়সী মহাতারকাকে। এইতো দিনকয়েক আগে এমএলএসের অল-স্টার টিমের হয়ে মেসিকে খেলতে দেয়নি ইন্টার মায়ামি, যে কারণে নিষেধাজ্ঞার মুখেও পড়তে হয়েছিল তাকে। কিন্তু ইনজুরিকে আর ফাঁকি দিতে পারলেন কই! লিগস কাপের ম্যাচে মাত্র ১১ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয়েছে তাকে।
গত রোববার (৩ আগস্ট) ঘরের মাঠে লিগস কাপের ম্যাচে নেকাক্সার মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। এই ম্যাচের মাত্র ১১ মিনিটের মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন মেসি। নেকাক্সার দুই খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে জড়িয়ে আঘাত পান তিনি। ম্যাচের পরই মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছিল, ইনজুরির কারণে বেশ কয়েকটা ম্যাচে আর্জেন্টাইন মহাতারকাকে পাবে না ইন্টার মায়ামি।
অবশেষে গতকাল (সোমবার) পরীক্ষা নিরীক্ষার পর মেসির ইনজুরি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইন্টার মায়ামি। সেই বিবৃতিতে জানানো হয়েছে, 'ডান পায়ের মাংসপেশীতে চোট পেয়েছেন মেসি। তবে আশার কথা হচ্ছে, চোট গুরুতর নয়।
তবে, ইনজুরি থেকে সেরে উঠতে মেসির ঠিক কতোদিন লাগতে পারে তা জানায়নি ক্লাবটি। জানানো হয়েছে, চিকিৎসাগত দিক থেকে উন্নতি এবং সাড়া দেওয়ার ওপরই নির্ভর করবে তার মাঠে ফেরার ক্ষণ। অর্থাৎ ঠিক কবে নাগার তিনি মাঠে ফিরতে পারবেন তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আর সে কারণেই শঙ্কা জেগেছে ঘরের আগামী সেপ্টেম্বরের শুরুতেই বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার শেষ দুই ম্যাচে খেলা নিয়ে।
আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলা এবং ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে বাছাই পর্বে নিজেদের শেষ দুই রাউন্ডের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরই মধ্যে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় এই দুই ম্যাচের গুরুত্ব নেই খুব একটা। কিন্তু আছে আলাদা আবেদন। বিশেষ করে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটির। ঘরের মাঠ এস্তাদিও মাস মনুমেন্টালে এই ম্যাচটা খেলবে আর্জেন্টিনা, আর এটিই হতে পারে আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ ম্যাচ।
নিশ্চিতভাবে না বললেও মেসি যে আগামী বছর যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ খেলেই জাতীয় দলকে বিদায় জানাবেন তা বলাই যায়। সে ক্ষেত্রে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটির পর আর ঘরের মাঠে আপাতত কোনো ম্যাচ নেই আর্জেন্টিনার। আগামী বছর মার্চে স্পেনের বিপক্ষে লা ফিনালিসিমার ম্যাচের ভেন্যু এখনও নির্দিষ্ট না করা হলেও সেটি মেক্সিকো সিটিতে হওয়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটির আগে ফিট হয়ে উঠতে না পারলে ক্যারিয়ার শেষের আগে ঘরের মাঠে আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না–ও পেতে পারেন মেসি।
তবে আশার কথা হচ্ছে, এ ধরণের চোট থেকে সেরে উঠতে খুব বেশি সময় লাগার কথা নয়। গণমাধ্যমের খবর অনুযায়ী, ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ দুটি মিস করতে যাচ্ছেন মেসি। বুধবার লিগস কাপে পুমার বিপক্ষে এবং ১০ আগস্ট এমএলএসে অরল্যান্ডোর বিপক্ষে ম্যাচ খেলবে মায়ামি। এই দুই ম্যাচে এই আর্জেন্টাইন যে খেলছেন না তা নিশ্চিতভাবে বলা যায়।
এরপর এক সপ্তাহের জন্য বিশ্রাম আছে দলটির সূচিতে। আশা করা হচ্ছে, বিশ্রাম শেষেই মাঠে ফিরতে পারেন মেসি। সে ক্ষেত্রে বাছাই পর্বে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দুটিতে দেখা যেতে পারে আর্জেন্টাইন মহাতারকাকে।
Comments