ইংল্যান্ডে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন নাহিদ রানা

গতি দিয়ে অল্প সময়েই ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলেছেন নাহিদ রানা। ইতোমধ্যে তিন ফরম্যাটেই বাংলাদেশের জার্সিতে খেলে ফেলেছেন। তবে লাল সবুজের জার্সিতে এই পেসার সবচেয়ে ভালো পারফর্ম করেছেন সাদা পোশাকে।
সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অবশ্য খুব বেশি ভালো করতে পারেননি রানা। পরে ওয়ানডে সিরিজের দলে থাকলেও জায়গা হয়নি টি-টোয়েন্টি দলে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও রানা ছিলেন না।
তবে এর মধ্যেই জানা গেছে বেশ কিছুদিন আগে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন রানা। তবে সেটি সরাসরি নাকচ করে দেন তিনি। ঢাকা পোস্টকে এমনটিই জানালেন এই পেসার।
টাইগার এই পেসার বলছিলেন, 'হ্যাঁ, বেশ কিছুদিন আগে প্রস্তাব পেয়েছিলাম আমার এজেন্টের মাধ্যমে। সে বলেছিল দুই-তিনটা দল নাকি আমাকে চেয়েছে। তবে সে সময় জাতীয় দলের খেলা থাকায় না করে দিয়েছি।'
Comments