বিইউবিটিতে গবেষণাধর্মী আইডিয়া উপস্থাপন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিবিইউবিটিতে চলমান BUBT Research Week 2026 এর অংশ হিসেবে BUBT Research Graduate School এর উদ্যোগে চতুর্থ দিনে অনুষ্ঠিত হয় Student Research Idea Competition। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিন্তাভাবনা ও গবেষণাধর্মী আইডিয়া উপস্থাপন করার সুযোগ পায়।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিচারকমণ্ডলীর সামনে নিজেদের ধারণা উপস্থাপন করে। চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, পাশাপাশি বিইউবিটির পাঁচটি অনুষদের পাঁচজন ডিন।
সেশনজুড়ে শিক্ষার্থীরা তাদের গবেষণা ধারণা তুলে ধরে, বিচারকদের সাথে আলোচনা করে এবং গঠনমূলক মতামত পায়। বিচারকদের নির্দেশনা শিক্ষার্থীদের ধারণা আরও স্পষ্ট, বাস্তবসম্মত ও কার্যকর করতে সহায়তা করে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণামুখী মানসিকতা তৈরি হয় এবং একাডেমিক উৎকর্ষের দিকে তাদের উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল বলেন, "শিক্ষার্থীদের গবেষণাধর্মী চিন্তা ও প্রশ্ন করার মানসিকতা ভবিষ্যতের জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামূলক মনোভাব আরও এগিয়ে নিয়ে যাবে।"
Student Research Idea Competition বিইউবিটির তরুণ গবেষকদের বিকাশে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার এবং শক্তিশালী গবেষণা সংস্কৃতি গড়ে তোলার প্রতিফলন হিসেবে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
Comments