১১ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা হাদী মোল্লা, উজিরপুরে গণসংবর্ধনা
পলাতক হাসিনার শাসনামলে একের পর এক রাজনৈতিক মামলার শিকার হয়ে দীর্ঘদিন প্রবাসে থাকতে বাধ্য হয়েছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক হাদী মোল্লা। নৌকা ভাঙা মামলা, ক্লাব পোড়ানো মামলা ও ধারাবাহিক রাজনৈতিক হয়রানির মুখে পড়ে প্রায় ১১ বছর আগে দেশ ছাড়েন তিনি।
দীর্ঘ প্রবাস জীবন শেষে বিএনপির নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ সময়ে, তিনি দেশে ফিরেছেন।
হাদী মোল্লার আগমন উপলক্ষে উজিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় গণসংবর্ধনা। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত সিকদার, বরিশাল জেলা যুবদল উত্তর যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন, উজিরপুর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহাদুৎ জামান কমরেড, বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফিরোজ হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, সাবেক ছাত্রনেতা হাসিবুর রহমান হাসিব,সহ বরিশাল জেলা ও উজিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতারা।
নেতাকর্মীরা জানান, হাদী মোল্লার প্রত্যাবর্তনে উজিরপুরসহ দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠন নতুন করে উজ্জীবিত হবে।
Comments