প্রকৌশলী পরিবারের কৃতি সন্তানদের সংবর্ধনা
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), সদর দফতর ও ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে ২২ ডিসেম্বর সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে রমনায় আইইবি মিলনায়তনে "প্রকৌশলী পরিবারের কৃতি সন্তানদের সংবর্ধনা-২০২৫" অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইবির প্রেসিডেন্ট এবং রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, আইইবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল এবং ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান।
এ ছাড়া আইইবির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ, প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হাসান (তমাল), প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, প্রকৌশলী মো. নূর আমিন এবং প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রকৌশলী পরিবারের এবছর এসএসসি, এইচএসসি, ও লেভেল ও এ লেভেলে কৃতিত্ব অর্জনকারী ২০৫ জন কৃতি সন্তানকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। কৃতী শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতির অগ্রগতি ও উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
আইইবি, ঢাকা কেন্দ্রের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
Comments