চুনারুঘাটে শেকড় ৬ষ্ঠ তম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
হবিগঞ্জস্থ চুনারঘাট উপজেলায় শেকড় সামাজিক সংগঠনের আয়োজনে দক্ষিণা চরন পাইলট উচ্চ বিদ্যালয়ে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ৬ষ্ঠ তম শেকড় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত নির্ধারিত সময়ে এ পরীক্ষা গ্রহণ করা হয়। এ পরীক্ষায় পঞ্চম ও অষ্টম শ্রেণির ৩৩২ জন মেধাবী শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রশ্নপত্র ছিল মানসম্মত এবং শিক্ষার্থীদের মেধা ও চিন্তাশক্তি যাচাইয়ের উপযোগী। পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত তদারকি থাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা পরিলক্ষিত হয়নি।
শেকড় মেধা বৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো: মোজাম্মেল হক তালুকদার, হল সুপারের দায়িত্ব পালন করেন দক্ষিণা চরন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: তৈয়োবা খাতুন, প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি এন স্বপন তরফদার, সদস্য সচিবের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও প্রবাসী সাংবাদিক জিয়াউল হক জুমন, সহ-পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন শেকড় কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান উজ্জ্বল ,নির্বাহী সদস্য এস এম মিজান , মোঃ মমিন মিয়া, সহ: কেন্দ্র সুপার এর দায়িত্ব পালন করেন শেকড় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রোমান আহম্মেদ , কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন শেকড় পৌর শাখার সভাপতি মো: তৌফিকুল ইসলাম রুমন। শেকড় মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন চুনারঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মীর সিরাজ, উপজেলা জামাত ইসলামের সাধারণ সম্পাদক মীর ছাহেব আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মারুফ মিয়া' সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশার মানুষ এবং অসংখ্য ছাত্র-ছাত্রীদের অভিভাবকের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে শেকড় সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক ও শেকড় মেধাবৃত্তি পরীক্ষার সদস্য সচিব প্রবাসী সাংবাদিক জিয়াউল হক জুমন জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতেই এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে। তিনি আরো বলেন, শেকড় মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করতে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে ,মেধা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অভিভাবক ও শিক্ষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Comments