অর্গানিক নিউট্রিশন লিমিটেড এবং দেশি ডিলাইটস-এর মধ্যে চুক্তি সই
দেশের প্রথম ফাংশনাল ফুড প্রস্তুতকারক প্রতিষ্ঠান অর্গানিক নিউট্রিশন লিমিটেড-এর জনপ্রিয় 'কারকুমা' ব্র্যান্ডের পণ্য যুক্তরাজ্য (UK)-এর বাজারে পৌঁছে দিতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে ইউকে-ভিত্তিক ডিজিটাল মার্কেটপ্লেস 'দেশি ডিলাইটস'-এর সাথে।
এই চুক্তির ফলে এখন থেকে দেশি ডিলাইটস-এর মাধ্যমে যুক্তরাজ্যের ভোক্তারা সহজেই কারকুমা পণ্য কিনতে পারবেন এবং নিজেদেরকে বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করার পথে কারকুমা আরও একটি বড় পদক্ষেপ নিল।
১৪ ডিসেম্বর ঢাকার বনানীতে অবস্থিত হোটেল সারিনায় এক আড়ম্বরপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন অর্গানিক নিউট্রিশন লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার মো: মাহবুবুর রহমান এবং দেশি ডিলাইটস-এর পরিচালক সরফরাজ এন আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্গানিক নিউট্রিশন লিমিটেড-এর ব্র্যান্ড ম্যানেজার তন্ময় মিশ্র, কনভেয়র গ্রুপের চেয়ারম্যান কবির আহমেদ, পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) আহমেদ জাকি এবং উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
অর্গানিক নিউট্রিশন লিমিটেড বাংলাদেশে তাদের 'কারকুমা' ব্র্যান্ডের পণ্য বাজারজাত করার পাশাপাশি গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে রপ্তানি শুরু করে এবং বর্তমানে কারকুমা অ্যামাজন ইউএসএ-তেও সহজলভ্য। যুক্তরাজ্যে এই পণ্যগুলো পৌঁছে দেওয়ার মাধ্যমে কারকুমা তাদের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের ধারা অব্যাহত রাখলো। উল্লেখ্য, দেশি ডিলাইটস-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই চুক্তির হাত ধরে যুক্তরাজ্যের পর ইউরোপীয় ইউনিয়ন (EU)-এর অন্যান্য দেশেও কারকুমা পণ্যের সরবরাহ সম্প্রসারণের দৃঢ় আগ্রহ প্রকাশ করেছে।
Comments