সৌদি আরবের এয়ারলাইন ফ্লাইএডিলের যাত্রা শুরু হলো বাংলাদেশে
সৌদি আরবের এয়ারলাইন ফ্লাইএডিল তার যাত্রা শুরু করলো বাংলাদেশে। এটি মূলত একটি বাজেট ফ্রেন্ডলি যাত্রীবাহী বিমান সার্ভিস। বিশ্বের ১৪টি দেশে ফ্লাইএডিল তার কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ হবে এই এয়ারলাইনের ১৫তম ডেসটিসেশন। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর সংখ্যক মানুষ হজ করতে সৌদি আরব যান। এছাড়া আমাদের প্রবাসী শ্রমিকরাও মধ্যপ্রাচ্যে নিয়মিত যাতায়াত করেন।
এই লক্ষ্য সামনে রেখেই ফ্লাইএডিল তার ফ্লাইট কর্মসূচি পরিচালনা করছে। সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সউদিয়ার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত ফ্লাইএডিল মধ্যপ্রাচ্যের অন্যতম দ্রুত বর্ধনশীল স্বল্পমূল্যের এয়ারলাইন। কম দামে ভ্রমণের সুযোগ দেয়ার পাশাপাশি লাগেজ বহন, খাবার পরিবেশনসহ যাত্রীসেবায় প্রতিষ্ঠানটি ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশে এই এয়ারলাইনের পার্টনার হচ্ছে এভিয়েন্স বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি ২৫ নভেম্বর ফ্লাইএডিল এর অফিসিয়াল উদ্বোধন হয় ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিল্প, পাট ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এছাড়াও ছিলেন ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ডঃ আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, ফ্লাইএডিলের প্রধান নির্বাহী স্টিভেন গ্রিনওয়ে, এভিয়েন্স বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান জাহান।
Comments