ফ্লেশ উপন্যাসের জন্য বুকার জিতলেন ডেভিড সালাই
ফ্লেশ নামের উপন্যাসের জন্য চলতি বছর বুকার পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ডেভিড সালাই। বিচারকদের মতে, উপন্যাসটিতে অভিবাসন, শ্রেণি, মানসিক আঘাত ও ক্ষমতার মতো জটিল বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
সাহিত্যের জগতে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের অংশ হিসেবে ৫০ হাজার ইউরো পাবেন সালাই। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার লন্ডনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। সালাই এর আগে ২০১৬ সালে তাঁর 'অল দ্যাট ম্যান ইজ' উপন্যাসের জন্য বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিলেন।
বিচারকমণ্ডলীর সভাপতি রডি ডয়েল জানান, অন্য সব বিচারকও সালাইয়ের পক্ষে সমর্থন দিয়েছেন। তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী সারা জেসিকা পার্কার, লেখক ক্রিস পাওয়ার, আয়োবামি আদেবায়ো ও কাইলি রিড।
রডি ডয়েল বলেন, সাহিত্যের আলোচনায় সাধারণত শ্রমজীবী মানুষের শ্রেণি সংঘাত জায়গা পায় না। কিন্তু সালাই তাঁর লেখায় সে গল্প তুলে ধরেছেন। বিচারকদের মতে, তারা এ ধরনের লেখা এর আগে পড়েননি।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ইস্তভান। গল্পের শুরু হয় হাঙ্গেরির একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। যেখানে মায়ের সঙ্গে বসবাসকারী কিশোর ইস্তভানের জীবনে চমকপ্রদ ঘটনা ঘটে। এরপর সালাই পাঠককে নিয়ে যান ইস্তভানের সামরিক জীবনে। ঘটনাচক্রে ইস্তভান এক সময় লন্ডনের সম্পদশালীদের সঙ্গে কাজের সুযোগ পান।
চলতি বছর বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় আরো ছিল- অ্যান্ড্রু মিলারের 'দ্য ল্যান্ড ইন উইন্টার', কিরণ দেশাইয়ের 'দ্য লোনলিনেস অব সোনিয়া অ্যান্ড সানি', সুসান চোইয়ের 'ফ্ল্যাশলাইট', কেটি কিতামুরার 'অডিশন' এবং বেন মার্কোভিটসের 'দ্য রেস্ট অব আওয়ার লাইভস'।
হাঙ্গেরিয়ান বাবা ও কানাডিয়ান মায়ের পরিবারে সালাইয়ের জন্ম। তিনি বেড়ে উঠেছেন লন্ডনে। বর্তমানে অস্ট্রিয়ার ভিয়েনায় বসবাস করছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ করার পর সালাই একটি বিজ্ঞাপনী সংস্থায় সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ শুরু করেন। তাঁর লেখা অন্য উপন্যাসের মধ্যে আছে, লন্ডন অ্যান্ড দ্য সাউথ-ইস্ট, স্প্রিং এবং দ্য ইনোসেন্ট।
Comments