জুলাই সনদ আদেশ' বাস্তবায়ন ছাড়া নির্বাচন নয়: নাহিদকে নিয়ে সরকার গঠন: হাসনাত আবদুল্লাহ
বহুল আলোচিত 'জুলাই সনদ আদেশ' পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। একইসঙ্গে তিনি এক চাঞ্চল্যকর রাজনৈতিক পরিকল্পনার কথা জানিয়েছেন, বিএনপি'র মনোনয়ন বঞ্চিত স্বচ্ছ ও ফ্রেস ইমেজের নেতাদের নিয়ে এনসিপি'র সমন্বয়ক নাহিদ ইসলামকে প্রধান করে পরবর্তী সরকার গঠন করা হবে।
১০ অক্টোবর সোমবার সন্ধ্যায় চাঁদপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় হাসনাত আবদুল্লাহ তাঁর দলের এই দৃঢ় অবস্থানের কথা ঘোষণা করেন। এই সভায় এনসিপি'র স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি অন্যান্য সমমনা সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দলীয় নেতার এই মন্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
হাসনাত আবদুল্লাহ তাঁর বক্তৃতায় দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থার জন্য জুলাই সনদ বাস্তবায়নে বিলম্বকে দায়ী করেন। তিনি বলেন, "গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনগণের আকাঙ্ক্ষা এই 'জুলাই সনদ আদেশ' এ প্রতিফলিত হয়েছে। এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না। আমাদের দল, এনসিপি, জনগণের সেই দাবি আদায়ে শেষ পর্যন্ত মাঠে থাকবে।" তিনি আরও যোগ করেন, জুলাই সনদ কেবল একটি দলিল নয়, এটি জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতীক।
রাজনৈতিক পরিকল্পনার বিষয়ে হাসনাত আবদুল্লাহ জানান, এনসিপি একটি নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি করতে চায়। তিনি বলেন, "আমরা লক্ষ্য করেছি, বিএনপি'র মধ্যে অনেক ত্যাগী ও সৎ নেতা আছেন, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন কিন্তু যোগ্য হওয়া সত্ত্বেও মনোনয়ন পাননি। এনসিপি সেই সব স্বচ্ছ ও ফ্রেস ইমেজের নেতাদের নিয়ে একটি বৃহত্তর ঐক্য গড়বে।" এই ঐক্যের ভিত্তিতেই এনসিপি'র সমন্বয়ক নাহিদ ইসলামকে প্রধান করে পরবর্তী সরকার গঠন করা হবে। তাঁর মতে, এটিই হবে জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের সঠিক পথ।
এনসিপি চাঁদপুর জেলার সমন্বয়কারী মাহবুব আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আরিফ তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা প্রত্যেকেই জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং একটি দুর্নীতিমুক্ত ও জনগণের সরকার প্রতিষ্ঠার ওপর জোর দেন।
সভায় চাঁদপুর শিল্পকলা একাডেমীর হল রুম বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ ছিল, যা এনসিপি'র স্থানীয় সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। এই সভা থেকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জোরালো আন্দোলন গড়ে তোলার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
Comments