শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষমতা ৮/১০ বাচ্চা ছেলেদের ছিল না: বঙ্গবীর কাদের সিদ্দিকী
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষমতা ৮/১০ টা বাচ্চা ছেলেদের ছিল না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।
তিনি বলেন— শেখ হাসিনাকে মানুষ কম বিরক্ত হয়ে তাড়ায় নাই। মানুষ একেবারে বিরক্ত হয়ে গিয়েছিল। শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষমতা এই ৮/১০ টা বাচ্চা ছেলেদের ছিল না। বিএনপি-জামায়াত পারে নাই। অন্তর্ঘাত করে পারে নাই।কিন্তু শেখ হাসিনার পতন হয়ে ছিল।
সোমবার (১০ নভেম্বর) বিকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ইউনিয়নের বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন—আমি বিশ্বাস করি, আল্লাহ তরফ থেকে হয়ে ছিল। তিনি যে পরিমাণ অত্যাচার করেছেন, মানুষকে অসম্মান করেছেন। তার জন্যই আল্লাহ তরফ থেকে তিনি পরাজিত হয়েছেন।
তিনি আরও বলেন— আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি একজন মুক্তিযোদ্ধা।মুক্তিযুদ্ধ আমার ধ্যান, বঙ্গবন্ধু আমার চেতনা, বঙ্গবন্ধু আমার চৈতন্য। এখান থেকে কেউ সরাতে পারবে না।
এ সময় বহেড়াতৈল কৃষক শ্রমিক জনতা লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু,কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক ইতহার সিদ্দিকী প্রমুখ।
Comments