আজ আন্তর্জাতিক বন্ধু দিবস

'বন্ধু হতে চাওয়া বড় কঠিন কাজ, কারণ সে-ই তো বন্ধু, যার কাছে নিজেকে লুকাতে হয় না।' – হুমায়ূন আহমেদ
জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি বিরহে বা বিজয়ে, আমরা খুঁজি এমন কাউকে, যার পাশে দাঁড়ালে মন হালকা লাগে। যাকে কিছু না বললেও সব বুঝে যায়, সেই মানুষটিই বন্ধু। বন্ধুত্ব কোনো চুক্তি নয়, কোনো দায়ও নয়; এটি একটা আত্মিক টান। এর সংজ্ঞাটা আপেক্ষিক। তবে বন্ধু মানে এমন একজন, যার কাছে সব মুখোশ খুলে নির্ভয়ে নিজের ভাঙা অংশটুকুও দেখানো যায়; যার পাশে চুপচাপ বসে থাকলেও মনে হয়, সব ঠিক আছে।
বন্ধুত্বের নির্মল, নিঃস্বার্থ ও আত্মিক সম্পর্ককে উদযাপন করতেই প্রতি বছর উদযাপিত হয় বন্ধু দিবস। দিবসটির সূচনা ঘটে ১৯৩০ সালে, যুক্তরাষ্ট্রে। তখনকার সময় জয়েস ক্লাউড হল নামের এক মার্কিন ব্যবসায়ী 'হলমার্ক গ্রেটিং কার্ডস' কোম্পানির হয়ে প্রথম এ দিবসের ধারণা দেন। উদ্দেশ্য ছিল এমন একটি দিন তৈরি করা, যেখানে মানুষ তাদের বন্ধুদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারে শুভেচ্ছা কার্ড, উপহার কিংবা কিছু শব্দের মাধ্যমে।
পরে ২০১১ সালে জাতিসংঘ ৩০ জুলাইকে আন্তর্জাতিক বন্ধু দিবস হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ, ভারতসহ এশিয়ার বহু দেশে আগস্ট মাসের প্রথম রোববার এ দিবসটি উদযাপিত হয়।
বন্ধুত্ব তৈরি হয় খুব সাধারণ কোনো মুহূর্ত থেকে। একসঙ্গে ক্লাসে বসা, টিফিনের খাবার ভাগাভাগি করে, হোস্টেলে একই বিছানায় ঘুমানো কিংবা অফিসের ক্যান্টিনে এক কাপ চায়ের ভাগ করে নেওয়া দিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক হয়ে ওঠে জীবনের অবিচ্ছেদ্য অংশ। অনেক বন্ধুই হয়তো আজ ভৌগোলিকভাবে বা সময়ের ব্যবধানে দূরে। তবু এমন বন্ধুদের নাম মনে পড়লেই মনের ভেতর যেন হালকা আলো জ্বলে ওঠে।
জীবনের অন্তিমলগ্নে পৌঁছেও অনেকে খুঁজে ফিরে স্কুলবেলার সেই বন্ধুর চিরচেনা মুখখানি। তারই উদাহরণ আমরা আজকাল দেখতে পাই পত্রিকার পাতায় অথবা ফেসবুক বিজ্ঞাপনে। বহুকাল পর কেউ তার হারিয়ে ফেলা প্রিয় বন্ধুটিকে তন্নতন্ন করে খুঁজছে। কেউ ফিরে পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না।
আজকের বন্ধুত্ব, ভবিষ্যতের স্মৃতি
বন্ধুত্বের মানে প্রতিদিন ফোনে কথা বলা, ফেসবুকে চ্যাটিং করা কিংবা প্রতিদিন দেখা করা নয়। বন্ধুত্বের বন্ধনটা এমন হয় যেখানে চোখের আড়াল হলেও মনের আড়াল হবে না। অনেকেই আছে যাদের সঙ্গে কোনো কারণ ছাড়াই যোগাযোগ বন্ধ হয়ে যায় অথবা ভুল বোঝাবুঝিতে বন্ধুত্বটা শেষ হয়ে যায়; তাদের জন্যও তো মন পুড়ে। মাঝেমধ্যেই আমাদের মনে হয় 'একবার যদি সেই পুরোনো বন্ধুটিকে জড়িয়ে ধরতে পারতাম। আমাদের হারিয়ে যাওয়া দিনগুলো যদি আবার ফিরে আসত!'
Comments