রাতে ৯ ঘণ্টা করে ঘুমিয়ে জিতলেন ১৩ লাখ টাকা পুরস্কার

অদ্ভুত এক ইন্টার্নশিপ। ঘুমানোর জন্য প্রতি রাতে ৯ ঘণ্টা করে ৬০ দিনের ইন্টার্নশিপ। এতে প্রথম হয়ে জিতেছেন 'স্লিপ চ্যাম্পিয়ন এর খেতাব। পুরস্কার হিসেবে পেয়েছেন প্রায় ১৩ লাখ টাকা!
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের পূজা মাধব ওয়াভাল এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রতিবছর অভিনব এই ইন্টার্নশিপের আয়োজন করা হয় বেঙ্গালুরুতে। মূল উদ্দেশ্য, ঘুমের ঘাটতি এবং তার সঙ্গে সম্পর্কিত অন্যান্য রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা। প্রতিযোগীদের ঘুমের গুণমাণ পরীক্ষা করার জন্য দেয়া হয় স্লিপ ট্র্যাকার যন্ত্র এবং ওয়েকফিট ম্যাট্রেস।
এই বছর ওই ইন্টার্নশিপের চতুর্থ বছর। প্রতিযোগিতায় ১৫ জনের মধ্যে ৯১.৩৬ স্কোর করে প্রথম হয়েছেন পূজা। বাকি ১৪ জনের প্রত্যেকেই অংশগ্রহণের জন্য পেয়েছেন ১ রুপি করে।
স্লিপ ইন্টার্নশিপ কী?
স্লিপ ইন্টার্নশিপ এক ধরনের গবেষণামূলক প্রতিযোগিতা। নির্বাচিত ১৫ জন প্রতিযোগীকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে দুই মাস প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমানোর চ্যালেঞ্জ নিতে হয়। সময় মেনে শুধু ঘুমই নয়, ঘুমের গুণগত মান ঠিক রাখার জন্য অংশগ্রহণকারীদের নানা রকম ইন্টারঅ্যাক্টিভ কাজের মধ্যেও রাখা হয়। যেমন শিক্ষামূলক কর্মশালা, চোখ বাঁধা অবস্থায় বিছানা তৈরি করা, লুকোনো জায়গা থেকে অ্যালার্ম ক্লক খুঁজে বার করা ইত্যাদি।
যারা প্রতিযোগিতায় অংশ নিতে পারেন
আবেদনকারীদের বয়স হতে হবে ন্যূনতম ২২ বছর বা তার বেশি। একজন ব্যক্তি কেবল একবারই আবেদন করতে পারবেন এই ইন্টার্নশিপের জন্য। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। কঠোরভাবে প্রয়োগের সময়সীমা হিসেবে বলা হয়েছে দেরিতে আবেদন জমা করলে তা বাতিল হয়ে যাবে। আগের সিজনগুলোতে অংশগ্রহণকারীরা আর সুযোগ পাবেন না। প্রতিযোগিতার সব আপডেট জানানো হয় এসএমএস, হোয়াটসঅ্যাপে এবং ইমেইলে।
Comments