গোপালগঞ্জে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৬
গোপালগঞ্জে পিকআপ ও ব্যাটারীচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো: পলাশ শেখ (৫০) নামে ইজিবাইক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ছয়জন। শনিবার (২০ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কের স;দর উপজেলার গোবরা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো: আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত পলাশ শেখ সদর উপজেলার বোড়াশি ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের লালমিয়া শেখের ছেলে।
ওসি মো: আনিসুর রহমান জানান, একটি ইজিবাইকে করে পলাশ শেখসহ কয়েকজন যাত্রী ঘোনাপাড়া থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় ইজিবাইকটি গোবরা এলাকায় পৌঁছালে একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপটি খাদে ও ইজিবাইকটি দুমড়ে মুছে গেলে পলাশসহ সাতজন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।
Comments