শোক দিবসে জাতীয় পতাকা না ওঠায় প্রশ্নের মুখে পিরোজপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
জাতীয় শোক দিবসে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না হওয়াকে প্রশাসন 'ভুল' হিসেবে ব্যাখ্যা দিলেও স্থানীয়দের মধ্যে এ নিয়ে সৃষ্টি হয়েছে সন্দেহ ও নানা প্রশ্ন। দুপুর ২টা ১৪ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কক্ষে গিয়ে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত নিরাপত্তা কর্মী মো. পারভেজ ইসলাম জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (ফিনান্স) আরাফাত হোসেন বলেন, "বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকায় ভুলবশত নিরাপত্তা কর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেননি।" তবে স্থানীয় জনগণের একাংশের ধারণা, বিশ্ববিদ্যালয়ের পূর্বের নাম 'বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়' থাকায় এবং শহীদ হাদির মৃত্যুর ঘটনায় শোক পালনের বিষয়ে প্রশাসনের অনীহার কারণেই জাতীয় শোক দিবসে পতাকা উত্তোলন করা হয়নি।
বিষয়টি নিয়ে স্বচ্ছ তদন্ত ও সুস্পষ্ট ব্যাখ্যার দাবি করেছে সচেতন মহল। এদিকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বিষয়টি জানাজানি হলে তড়িঘড়ি করে দুপুর ২টা ৪৫ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ শহীদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী নেই। এছাড়াও আমি একটি কনফারেন্স যোগদান করার কারণে ক্যাম্পাসে অনুপস্থিত ছিলাম। আমি বিষয়টি জানার সাথে সাথে নিরাপত্তা কর্মীদের পতাকা উত্তোলন করতে বলেছি। তারা ২.৪৫ পতাকা উত্তোলন করেছে। আগামী ২৮ তারিখ বিশ্ববিদ্যালয় খুললে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলো তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
Comments