ফরিদপুরে কলাবাগান থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
ফরিদপুরে টিপু সুলতান (৪০) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত টিপু সুলতান ওই এলাকার মৃত জায়েদ আলী শেখের ছেলে। তার মা মৃত শিরিন বেগম।
প্রত্যক্ষদর্শী চাঁদপুর গ্রামের মুদি মালের দোকানদার ফারুক হোসেন বলেন , ঈশান গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সজল মিয়ার পুকুর পাড় সংলগ্ন ইলিয়াস শেখের কলাবাগানের ভেতরে মরদেহ প্রথম দেখি আমি।
বাজারে যাওয়ার উদ্দেশ্যে আজ ভোর আনুমানিক ৬টার দিকে ইলিয়াস শেখের কলাবাগানে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম সেখানে মরদেহটি পড়ে থাকতে দেখি পরে আমি বিকট চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।
খবর পেয়ে কোতোয়াল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানা উপ পরিদর্শক এস আই মো: হাবিব বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Comments