কাপ্তাই হ্রদে পানিস্বল্পতা: দিন দিন কমছে বিদ্যুৎ উৎপাদন
রাঙামাটির কাপ্তাই হ্রদে পানিস্বল্পতার কারণে কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের( কপাবিকে) বিদ্যুৎ উৎপাদন দিন দিন কমছে। পানির উপর নির্ভরশীল এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ টি ইউনিট হতে ২ শত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও বর্তমানে কেন্দ্রের ১ টি মাত্র ইউনিট চালু রেখে গড়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
রবিবার (১৪ ডিসেম্বর ) কেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুষ্ক মৌসুমে দিন দিন কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ার কারণে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে একটি ইউনিট চালু রাখা হয়েছে। আজ রবিবার সকাল ৯ টা পর্যন্ত কেন্দ্রের ৫ নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। রুলকার্ভ অনুযায়ী বর্তমানে কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ১০৪.৮০ ফুট মিন সি লেভেল। কিন্তু আজ সকাল ৯ টা পর্যন্ত হ্রদে পানি আছে ৯৮.৯০ ফুট মিন সি লেভেল। পানি কমে গেলে বিদ্যুৎ উৎপাদন আরোও কমে যেতে পারে বলে তিনি জানান।
Comments