এআই তৈরিকৃত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি, এমপি প্রার্থী মোশারফের থানায় জিডি
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ সদস্য মোশারফ হোসেনকে লক্ষ্য করে নতুন ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার সঙ্গে এক নারীর আপত্তিকর ছবি তৈরির অভিযোগ তুলে মোশারফের কাছে কোটি টাকার বেশি চাঁদা দাবি করেছে একটি চক্র। বিষয়টি নিয়ে তাঁর পক্ষ থেকে সোমবার রাতে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডিটি করেছেন কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন।
জিডিতে উল্লেখ রয়েছে, সোমবার সকালে হোয়াটসঅ্যাপে একটি অচেনা বিদেশি নম্বর থেকে বার্তা আসে। সেখানে এআই-সৃষ্ট ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে উল্লেখিত টাকা বিটকয়েনের মাধ্যমে পরিশোধ করতে বলা হয়।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে মোশারফ হোসেন বলেন, নির্বাচনের আগে তাকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। ধানের শীষের প্রতি সাধারণ ভোটারের ইতিবাচক সাড়া প্রতিপক্ষের মধ্যে অস্বস্তি সৃষ্টি করেছে। তাই বিভ্রান্তি ছড়াতে এবং তাকে সামাজিকভাবে হেয় করতে এসব অপতৎপরতা চালানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, ভুয়া আইডি থেকে অপপ্রচার চালিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
মোশারফ হোসেন প্রশাসনের কাছে ডিজিটাল প্রতারণায় জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি সাধারণ ভোটারদের প্রতি ধৈর্য ও আস্থা বজায় রাখার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন মোশারফ হোসেন। বর্তমানে তিনি বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
Comments