গাইবান্ধায় পিঠা উৎসব অনুষ্ঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এগারোটায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।
পিঠা উৎসবে ঝাল পিঠা, পুলি পিঠা, ফুল পিঠা, তাল পিঠা, চিতই পিঠা, মুঠি পিঠা সহ নানা ঐতিহ্যবাহী পিঠার সমারোহ ছিল চোখে পড়ার মতো।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা মাসুদার রহমান আকন্দ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা সত্যরঞ্জন সাহা, উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মোজাফফর হোসেন প্রমুখ।
Comments