চুয়াডাঙ্গার নতুন এসপি মোহাম্মদ মনিরুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-কে চুয়াডাঙ্গা জেলায় দায়িত্ব পালনের জন্য পদায়ন করা হয়েছে।
বুধবার ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাৎক্ষণিকভাবে এই পদায়নের তথ্য নিশ্চিত করা হয়।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা যায়, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতেই এবার ৬৪ জেলার পুলিশ সুপারদের পদায়নের ক্ষেত্রে লটারি পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এতে করে কোনো বিশেষ জেলার দায়িত্বে কোনো এসপি-কে পদায়ন করার সুযোগ থাকছে না।
নতুন দায়িত্বে মোহাম্মদ মনিরুল ইসলাম
পদায়নকৃত এসপি মোহাম্মদ মনিরুল ইসলাম বর্তমানে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। এর আগে, তিনি পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) এসপি হিসেবেও অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে এসপি মোহাম্মদ মনিরুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
Comments