নিরাপদ খাদ্য উৎপাদনে মার্কেট লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত
কৃষি খাতে পরিবেশসম্মত ও নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কৃষকের উৎপাদিত পণ্যের মার্কেট লিংকেজ কর্মশালা চুয়াডাঙ্গার গো গ্রীন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। গো গ্রীন সেন্ট্রারের ট্রেনিং রুমে আজ বুধবার ( ২৬ নভেম্বর) বেলা ১১ টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পিকেএসএফ'র অর্থায়নে পরিচালিত পরিবেশবান্ধব ও নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি সম্প্রসারণকল্পে এগ্রো ইকোলজিকাল লার্নিং সেন্টার প্রতিষ্ঠা শীর্ষক ভ্যালু চেইন উপ প্রকল্প'-এর আওতায় এই কর্মশালাটি আয়োজন করে ওয়েভ ফাউন্ডেশন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল-সাবা। তিনি কৃষি পণ্য উৎপাদনে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন এবং কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক বাজারজাতকরণে সহায়তার আশ্বাস দেন। তিনি অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ক্ষতিকর দিক এবং অতিরিক্ত কীটনাশক ব্যবহারে কৃষকদের উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে বলেও কৃষকদেরকে বলেন।
অতিরিক্ত টিএসপি সার ব্যবহারের ফলে মাটিতে পিএইচ এর মাত্রা কমে যাচ্ছে বলে কৃষকদেরকে সতর্ক করেন। এ সময় কৃষকদের জৈব সার ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করেন।
এতে আরও উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। প্রধান সমন্বয়কারী এগ্রো ইকোলজিকাল প্রকল্পশাখাওয়াত হোসেন, চুয়াডাঙ্গা এগ্রো-এর উদ্যোক্তা ইরফান বিশ্বাস এবং মর্ডান এগ্রো এর সেলিম রেজা।
বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি সম্প্রসারণ এবং কৃষকদের বাজার সংযোগ (মার্কেট লিংকেজ) বৃদ্ধির কৌশল ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় উপস্থিত কৃষকদের পরিবেশসম্মত কৃষি পদ্ধতির গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়। তাদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার বিভিন্ন উপায় নিয়ে পরামর্শ দেওয়া হয়।
Comments