গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় শিশু নিহত, আহত-৩
গোপালগঞ্জে আলাদা দু'টি সড়ক দূর্ঘটনায় আরাফাত খান (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো তিনজন। আজ বুধবার (২৬ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া আঞ্চলিক সড়কের কাজুলিয়া বাসস্ট্যান্ডে ও ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এসব দূর্ঘটনা ঘটে। গোপলগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু আরাফাত খান গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামের রফিক খানের ছেলে। আর আহতরা হলেন, সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের হাসিবুল মোল্লার ছেলে সাজেদুল মোল্লা (১৬), মোশারেফ ভূঁইয়ার ছেলে আশিক ভূঁইয়া (১৬) ও সোনা মোল্লার ছেলে রিয়াজ মোল্লা (১৮)।
ওসি মো: শাহ আলম জানান, কাজুলিয়া বাসস্ট্যান্ড থেকে আশুতিয়া যাওয়ার জন্য গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের পাশে মায়ের সাথে দাঁড়িয়ে ছিল শিশু আরাফাত খান। এসময় কোটালিপাড়াগামী একটি মোটর সাইকেল শিশুটিকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে শিশুটির মা উদ্ধার করে প্রথমে কাঠি ক্লিনিকে নিয়ে গেলে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত যাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, কাশিয়ানী উপজেলা ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় কাশিয়ানীগামী একটি মোটর সাইকেলকে খুলনাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী সাজেদুল মোল্লা, আশিক ভূঁইয়া ও রিয়াজ মোল্লা মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভির্তি করে। মারাত্মক আহত সাজেদুল মোল্লার অবস্থা আশঙ্কাজনক। #
Comments