‘ভিক্ষাবৃত্তির মতো’ ধরনা দিয়ে এলাকায় উন্নয়ন এনেছিলাম: কাজী আলাউদ্দিন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালীগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিন বলেছেন, পার্লামেন্টে বারবার বলার ফলেই কালীগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন এনেছিলাম। সাধারণত একজন এমপি একটি এলাকার জন্য একটি ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ পান, কিন্তু আমি 'ভিক্ষাবৃত্তির মতো ভিক্ষা চেয়ে' বিভিন্ন মন্ত্রণালয়ে ধরনা দিয়ে এবং সংসদে বহুবার কথা বলে আমার নির্বাচনী এলাকায় তিনটি ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন করেছিলাম।
(২৪ নভেম্বর) বিকেলে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এমপি কাজী আলাউদ্দিন আরও বলেন, কালীগঞ্জ ও দেবহাটার মোট ১৭টি ইউনিয়ন ঘুরে দেখলে একটি কাঁচা রাস্তাও খুঁজে পাওয়া যাবে না। আমার জন্মস্থান মৌতলা ইউনিয়নে বিলের মধ্যেও যদি আপনারা পাকা রাস্তার বাইরে কোনো কাঁচা রাস্তা দেখাতে পারেন, আমি রাজনীতি ছেড়ে দেব।
সনাতন ধর্মাবলম্বীদের উন্নয়নেও তিনি কাজ করেছেন জানিয়ে কাজী আলাউদ্দিন বলেন, আমার তৎকালীন নির্বাচনী এলাকার কালীগঞ্জ ও দেবহাটার ১৭টি ইউনিয়নের এমন কোনো মন্দির নেই, যেখানে আমি প্রতিবছর অন্তত একবার অনুদান দিইনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার রক্ষার জন্য ধানের শীষে ভোট দিন।
উঠান বৈঠকে ফটিকখালী দায়াবসিয়া কালী মন্দিরের সভাপতি শিবপদ মণ্ডলের সভাপতিত্বে এবং খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুচ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য স. ম. হেদায়েতুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তুহিনউল্লাহ তুহিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. বজলুর রহমান, পাসেমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কিংকর মণ্ডল প্রমুখ।
Comments