ফরিদপুরে ধানক্ষেত থেকে মেছো বিড়ালের ৩ ছানা উদ্ধার, বনবিভাগের হেফাজতে লালনপালন
ফরিদপুরের সালথা উপজেলায় ধানক্ষেত থেকে মেছো বিড়ালের (Fishing Cat) তিনটি ছানা উদ্ধার করা হয়েছে। কৃষকরা ধান কাটার সময় ছানাগুলোকে দেখতে পান এবং পরে তাদের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে মেছো বিড়ালের ছানাগুলোকে ফরিদপুর বনবিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে সেখানে তাদের নিবিড় তত্ত্বাবধানে লালনপালন করা হচ্ছে। বনবিভাগ জানিয়েছে, ছানাগুলো বড় হয়ে উঠলে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।
উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের কৃষক রাসেল মাতুব্বর রোববার (২৩ নভেম্বর) বিকেলে ছানা তিনটি উদ্ধার করেন।
রাসেল মাতুব্বর জানান, নটখোলা মাঠে ধান কাটার সময় তিনি ক্ষেতের মধ্যে ছানাগুলো দেখতে পান। তাঁর ধারণা, এগুলো মেছো বাঘের ছানা। এসময় ছানাগুলোর মা দৌড়ে পালিয়ে যায়। তিনি মনে করেন, ফাঁকা জায়গায় ছানাগুলো অরক্ষিত ছিল, তাই মায়া থেকে তিনি তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং পরে বন বিভাগকে খবর দেন।
বনবিভাগের ফরিদপুরের ফরেস্ট রেঞ্জার (পূর্বগঙ্গাবর্দী এসএফএনটিসি) তাওহীদ হোসেন খবরটি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত প্রাণীগুলো মেছো বিড়ালের ছানা। তিনি বলেন, মেছো বিড়াল সচরাচর দেখা যায় না, তবে এরা কৃষির জন্য উপকারী কারণ এরা ফসলের ক্ষতিকারক ইঁদুর শিকার করে।
তিনি আরও জানান, ছানা তিনটির বয়স আনুমানিক এক মাস। তারা হাঁটাচলা করতে পারলেও এত ছোট অবস্থায় তাদের ছাড়া ঝুঁকিপূর্ণ। তাই তাদের নিয়মিত মাছ খাওয়ানোসহ উপযুক্ত যত্ন নেওয়া হচ্ছে।
বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানিয়েছেন, মেছো বিড়ালের ছানা তিনটি বর্তমানে তাদের হেফাজতে নিরাপদে রয়েছে। লালন-পালন শেষে বড় হলে তাদের প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে
Comments