ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩
ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহিন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিন জন। সোমবার (২৪ নভেম্বর) সকালে নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের দেবিনগর সর্বজনীন দুর্গামন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শাহিন নগরকান্দার গজগাহ এলাকার মো. মোস্তফার ছেলে। আহতরা হলেন, সুমন শেখ (২৫), পারভেজ (১৮) ও এনামুল (২৫)। তাদের সবার বাড়ি নগরকান্দা উপজেলায়।
তবে এসময় জিহাদ (২৪) নামে একজন পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তিরা উপজেলার তালমার মোড় থেকে মাহিন্দ্র থেকে নেমে হাঁটতে হাঁটতে রামনগর ইউনিয়নে দেবিনগর দুর্গামন্দিরের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে দুই জন এসে তাদেরকে জিজ্ঞেসাবাদ করে। এসময় চোর চোর করে ডাকচিৎকার করলে স্থানীয় দুই-তিন গ্রামের শতাধিক লোকজন এসে এলোপাতাড়ি মারধর করে তাদের।
অতঃপর নগরকান্দা থানায় সংবাদ দিলে নগরকান্দা কিলো ৮ পার্টির ইনচার্জ এসআই ইরানুর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। এদের মধ্যে শাহিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ও বাকি ৩ জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে আহত শাহিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
এ বিষয়ে নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, "চোর সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শাহিন নামে একজন মারা গেছেন। তবে এখনো কোনো মামলা হয়নি; আইনগত প্রক্রিয়া চলমান।
পুলিশ বলছে, তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।
Comments