নীলফামারীতে গনপ্রকৌশল দিবস ও আইডিইবি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা
'দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি' এবারের এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে নীলফামারীতে পালিত হয়েছে গনপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ(আইডিইবি) এর গৌরবোজ্জ্বল ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী।
সোমবার সকাল সাড়ে ১০টায় আইডিইবি'র অন্তর্বর্তীকালিন আহবায়ক কমিটির আয়োজনে সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ চত্ত¡র থেকে একটি র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।
পরে টেকনিক্যাল স্কুল ও কলেজের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ(আইডিইবি) এর অন্তর্বর্তীকালীন আহবায়ক কমিটির আহবায়ক প্রকৌশলী সিদ্দিক সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, বিশেষ অতিথি হিসেবে রংপরের টিএসসির অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী অরবিন্দ কুমার বর্দ্ধন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হাজেরুল ইসলাম ও আইডিইবি'র সাবেক সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান বসুনিয়া বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক প্রকৌশলী আখতারুজ্জামান বাদল ও প্রকৌশলী হায়দার আলী খান, সদস্য প্রকৌশলী শাহাজাহান কবির লেলিন প্রমূখ। অনূষ্ঠানটি পরিচালনা করেন সদস্য(সাংগঠনিক) প্রকৌশলী মোঃ ইবনে সাঈিদ শাওন।
Comments