থানা ভাঙচুর-ভাঙ্গা অবরোধের মূল হোতা আ.লীগ নেতার বুলবুল গ্রেপ্তার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলার প্রধান আসামি এবং আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বুলবুলকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভাঙ্গা থানা ভাঙচুরের অভিযোগে তার নামে আরও একটি মামলা রয়েছে।
ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর উপ-পরিদর্শক আফজাল হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ভাঙ্গা থানায় একটি মামলা করেন। ওই মামলায় মোট ৬০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়। গ্রেপ্তার হওয়া তৌহিদুর রহমান বুলবুল ওই মামলার ১ নম্বর আসামি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার আসামি হিসেবে তাকে সোমবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়ক ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের একাধিক স্থানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেন। এ ঘটনায় দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
এই ঘটনাকে কেন্দ্র করেই গত ১৬ নভেম্বর পুলিশ বাদী হয়ে ভাঙ্গা থানায় চারটি মামলা দায়ের করে। ওই চারটি মামলায় আওয়ামী লীগের ১৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়। গ্রেপ্তারকৃত বুলবুল ওই সব ঘটনা সংশ্লিষ্ট মামলার প্রধান আসামি।
Comments