‘ঐক্যবদ্ধ থাকলে কেউ বিএনপিকে দুর্বল করতে পারবে না’- বিএনপি নেতা আনিসুল হক
'ঐক্যবদ্ধ থাকলে কেউ বিএনপিকে দুর্বল করতে পারবে না'- বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ (ধর্মপাশা,জামালগঞ্জ,তাহিরপুর ও মধ্যনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক। এসময় তিনি আরও বলেন, 'একটি চক্র দলের ভেতরে-বাইরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। যাদের মূল লক্ষ্য আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের মনোবলে চিড় ধরানো এবং সাংগঠনিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা। এই অশুভ শক্তির কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে জয়শ্রী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের এই প্রার্থী এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, 'দেশের মানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্রের পুনরুত্থানের জন্য এটিই এখন জাতির একমাত্র চাওয়া। আগামী জাতীয় নির্বাচনে আপনাদের (জনগনের) ভোটে নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন দেশনায়ক তারেক রহমান। তাই এখন থেকে আমাদের দায়িত্ব ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাওয়া।'
তিনি আরও বলেন, 'দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ প্রচারণার কোনো বিকল্প নেই। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশনেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে নেতাকর্মীদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে মাঠে সক্রিয় থাকার আহ্বানও জানান তিনি।'
হাওরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, 'বিএনপি ক্ষমতায় গেলে সুনামগঞ্জ-১ আসনের শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। তাহিরপুর থেকে মধ্যনগর, ধর্মপাশা ও জামালগঞ্জ পর্যন্ত উন্নত সড়ক নির্মাণ, কৃষকের জীবনমান উন্নয়ন এবং হাওরের ফসল রক্ষা বাঁধসহ টেকসই উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে।'
পথসভায় সভাপতিত্ব করেন জয়শ্রী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. তরিকুল ইসলাম শান্তু। আহ্বায়ক কমিটির সদস্য মো. জালাল উদ্দীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম রহমত, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি ভুট্টাে, আহ্বায়ক কমিটির সদস্য আফজাল হোসেন স্বপন, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ফেরদৌস আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হুদা, ভাষ্কর রায়, একেএম নাসির উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন, ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য হামিদুল ইসলাম রতন ও কৃষক দলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন রতন প্রমুখ।
পথসভা শেষে উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নির্বাচনী প্রচারণা আরও জোরদারের ঘোষণা দেন। ##
তানভীর আহমেদ
সুনামগঞ্জ
Comments