দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালে অবস্থান ও মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লক ডাউনের নামে নৈরাজ্য ও সহিংসতা ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালে অবস্থান ও মিছিল হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের নেতৃবৃন্দ।
বেলা ১২ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে সমাবেশ করে শিক্ষার্থী ঐক্য পরিষদ। তারা বিভিন্ন কলেজ থেকে মিছিল নিয়ে নানা স্লোগান দিয়ে সদর রোডে জড়ো হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল বের করে।
মিছিলটি শহরের গুরুতাবপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর রোডে গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থী ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা বলেন, আওয়ামী লীগ লকডাউনের নামে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য করছে। তাদের প্রতিহত করতে ছাত্রজনতা রাজপথে রয়েছে। তারা বলেন যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিচার করতে হবে।
এদিকে সকাল থেকে অবস্থান নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের নেতৃবৃন্দ। কিছুক্ষন পরে তারা একটি বিক্ষোভ মিছল নগরীর বিভিন্ন সড়কপ্রদক্ষন করে পূনরায় সদর রোডের অশ্বীনিকুমার হলের সামনে এসে শেষ হয়।
মহানগর জামায়াতে ইসলামী আমীর জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, সৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার সহযোগীরা বি়ভিন্ন ভাবে দেশে নৈরাজ্য করছে। তাদের প্রতিহত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা মাঠে রয়েছে। এদিকে, কোন প্রকার নৈরাজ্য ও সহিংসতা ঠেকাতে নগরীতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যাবস্থা। নগরীর চেকপোষ্ট বসিয়ে তল্লাসি চালাচ্ছে পুলিশ। #
Comments