গোপালগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সভাপতি গ্রেফতার
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় কাশিয়ানী উপজেলার তারাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার তারাইল গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, তারাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গজেন্দ্র মোহন ও সভাপতি কাজী জহির।
ওসি কামাল হোসেন জানান, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে কাশিয়ানী উপজেলার ঢাকা- খুলনা মহাসড়কের ফুকরা ও মাজড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় কাশিয়ানী থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল।
এ মামলায় সন্দেহভাজন আসামী হিসাবে তারাইল এলাকা থেকে তারাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গজেন্দ্র মোহন ও সভাপতি কাজী জহিরকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Comments