টাঙ্গাইলে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুহুর্তেই পুড়ে ছাই এক যাত্রী, নিভে গেল প্রাণ
টাঙ্গাইলের কালিহাতীতে সিএনজির পিছনে মাইক্রোবাসের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে মারা গেছেন এক যাত্রী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালক।মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়কের নগরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয় এখনো জানা যায়নি। আহত সিএনজি চালকের নাম শান্ত। তাকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে ভূঞাপুরগামী একটি সিএনজিতে একজন যাত্রী ছিলেন। পথিমধ্যে নগরবাড়ী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে চালক বের হয়ে আসতে পারলেও ভিতরে থাকা যাত্রী আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। এ খবর পেয়ে ভূঞাপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনা ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার স্বপন আলী বলেন— খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লেগে সিএনজি সম্পূর্ণ পুড়ে গেছে।
সিএনজিতে থাকা একজন যাত্রী ঘটনাস্থলেই মারা গেছে। ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসের ধাক্কার কারণে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। পরে মরদেহ কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
Comments