গোপালগঞ্জে টেইলারিং এন্ড ড্রেস মেকিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
গোপালগঞ্জের মুকসুদপুরে টেইলারিং এন্ড ড্রেস মেকিং প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এ প্রশিক্ষণের আয়োজন করে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) প্রশিকা বাটিকামারী উন্নয়ন এলাকা কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।
প্রশিকা বাটিকামারী উন্নয়ন এলাকার হেড অব এসটিপি ও বিভাগীয় ব্যবস্থাপক রনজিৎ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ঢাকার কেন্দ্রীয় ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম, প্রকল্প সমন্বয়ক মো. সাইদুর রহমান, মুকসুদপুর উন্নয়ন এলাকার ব্যবস্থাপক মো. নাসিরউদ্দিন, বিভাগীয় ব্যবস্থাপক সুনিল কুমার সরকার, প্রশিক্ষক নাহিদা আক্তার, প্রশিক্ষনার্থী সাগরিকা বক্তব্য রাখেন।
এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ২৪ জন প্রশিক্ষণার্থী ৭২ দিন প্রশিক্ষণ গ্রহন করবেন। প্রশিক্ষণ শেষে শেষে ভাতা ও সনদপত্র দেয়া হবে।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবতীরা তাদের কর্মসংস্থানে সুযোগ পবে। এতে এক দিকে যেমন বেকরত্ব দূর হবে অন্য দিকে আত্মকর্ম সংস্থানের সুযোগ হবে। #
Comments