কার্তিকের শেষে শীত নামল চুয়াডাঙ্গায় ; তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রিতে
কার্তিক মাসের শেষে এসে চুয়াডাঙ্গায় একটু একটু করে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। নীচে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। উত্তরের হিমেল হাওয়ায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।
আজ মঙ্গলবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি। সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৮৩%। সকাল ছয়টায় ছিল ১৫ দশমিক ৯ ডিগ্রী।
শীতের আগমনে প্রকৃতির দৃশ্যও বদলে যেতে শুরু করেছে। ভোরবেলা চারদিক কুয়াশার চাদরে ঢাকা থাকছে। সাত সকালে ফসলের মাঠ ও ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। তাপমাত্রা কমে যাওয়ায় সকাল ও রাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। এর ফলে, সকাল ও সন্ধ্যায় ঘর থেকে বের হওয়া মানুষজন ইতোমধ্যে গরম কাপড় ব্যবহার করা শুরু করেছেন।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগারের ইনচার্জ মো. জামিনুর রহমান জানান, উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের কারণেই তাপমাত্রা দ্রুত কমছে। তিনি আরও বলেন, আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। উল্লেখ্য, চুয়াডাঙ্গায় শীতের সময় শীত বেশি এবং গরমের সময় গরম বেশি লক্ষ্য করা যায়।
Comments