গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক মো. আরিফ–উজ–জামান
গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মো. আরিফ–উজ–জামান-কে বদলি করা হয়েছে। আর গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানকে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব মো. আরিফ–উজ–জামান-কে বদলি করে গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে গোপালগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)। ২৪ বিসিএস এর এই কর্মকর্তা যোগদান করেছিলেন ১১ সেপ্টেম্বর ২০২৪। মুহম্মদ কামরুজ্জামানকে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের এই রদবদল করা হলো। জাতীয় নির্বাচনে ডিসিরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
Comments