উল্লাপাড়ার প্রথম ডিজিটাল বিদ্যালয় হিসেবে উদ্বোধন হলো পূর্ব দেলুয়া উচ্চ বিদ্যালয়
উল্লাপাড়া উপজেলার শিক্ষাঙ্গনে নতুন মাইলফলক রচনা করে আনুষ্ঠানিকভাবে প্রথম ডিজিটাল বিদ্যালয় হিসেবে উদ্বোধন করা হলো পূর্ব দেলুয়া উচ্চ বিদ্যালয়। রবিবার (৯ নভেম্বর) উপস্থিত ছিলেন উল্লাপাড়া থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও শিক্ষা নগরীর রূপকার জনাব আকবর আলী এবং তাঁর সহধর্মিণী লায়ন্স মোমেন আলী।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অতিথিবৃন্দ বিদ্যালয়ের গবেষণা বৃক্ষ উদ্যান, স্বয়ংক্রিয় বিজ্ঞানাগার, আধুনিক লাইব্রেরি, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা, সিসি ক্যামেরা নেটওয়ার্ক, আইসিটি ল্যাব, বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ও স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন।
নির্ধারিত সময় অনুযায়ী আইসিটি কক্ষে বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট এবং স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব আকবর আলী। উদ্বোধনের মাধ্যমে পূর্ব দেলুয়া উচ্চ বিদ্যালয়কে আনুষ্ঠানিকভাবে উল্লাপাড়া উপজেলার প্রথম ডিজিটাল বিদ্যালয় ঘোষণা করা হয়। আর এর মধ্য দিয়েই উল্লাপাড়া উপজেলায় প্রথম ডিজিটাল অ্যাপ ভিত্তিক ডিজিটাল স্কুল হিসেবে মাইলফলক স্থাপন করে পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়।
পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য শফিকুল ইসলাম ঠান্ডু বলেন বিগত সময়ে অবহেলিত হয়েছিল। বর্তমানে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়টির সভাপতি মোহাম্মদ কবিরুল ইসলাম বলেন, এখন থেকে বিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ভর্তি, শিক্ষার্থীদের বেতন, সেশন ফি, প্রয়োজনীয় নোটিশ, প্রধান শিক্ষক ও কর্মচারীদের হাজিরা, ক্লাস রুটিন এবং পরীক্ষার ফলাফলসহ সকল কার্যক্রম পরিচালনা করা যাবে। স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকও। তিনি জানান, এই সফটওয়্যার ব্যবহারে শিক্ষকদের কাজ আরো সহজ হবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে।
এছাড়া বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ও বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (ঠান্ডা), বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সাখাওয়াত হোসেন সাবু সহ আরও অনেকে।
Comments