সুনামগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের যৌথ আয়োজনে সার্কিট হাউস সম্মেলন এই সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো: মতিউর রহমান খান।
গ্রাম আদালত কার্যক্রমের বর্তমান পরিস্থিতি এবং এর কার্যকারিতা আরও বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। গ্রাম আদালত পরিচালনা করতে যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তা তুলে ধরেন সংশ্লিষ্টরা। সভার শুরুতে গ্রাম আদালত প্রকল্পের কার্যক্রমের উপর একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার নির্মল রায়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, গ্রাম আদালত হলো গ্রামীণ জনপদের সাধারণ মানুষের জন্য ন্যায়ের প্রথম আশ্রয়স্থল ও ভরসার জায়গা। আমরা যদি এই আদালতগুলোকে কার্যকর করতে না পারি, তাহলে গ্রামীণ বিচারপ্রার্থী জনগণ ভোগান্তির শিকার হবেন। একইসাথে ছোটখাটো বিরোধের নিষ্পত্তির জন্যেও তাদের জেলা আদালত পর্যন্ত দৌড়াতে হবে। এতে একদিকে যেমন মানুষের মূল্যবান সময় ও অর্থ নষ্ট হয়, তেমনিভাবে আদালতের ওপর মামলার বোঝা বৃদ্ধি পাবে।'
তিনি আরও বলেন, 'গ্রাম আদালতের কাজ শুধু বিচার করা নয়, এর মূল উদ্দেশ্য হলো স্থানীয় পর্যায়ে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা। দ্রুত এবং সহজে আইনি সেবা পৌঁছে দিয়ে আমরা সমাজে স্থিতিশীলতা নিশ্চিত করতে পারি। গ্রাম আদালত যদি সক্রিয় থাকে, তাহলে অনেক পারিবারিক ও সামাজিক বিরোধ স্থানীয়ভাবেই মিটে যায়, যা গ্রামীণ জীবনকে আরও সহনশীল ও সুন্দর করে তোলে। এই কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত শাহা, সহকারী কমিশনার ফারজানা হোসেনসহ গ্রাম আদালত প্রকল্পের কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জানুয়ারি ২০২৪ হতে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত গ্রাম আদালতের মাধ্যমে জেলায় মোট মামলা দায়ের হয়েছে ১৮৮৪ টি। এরমধ্যে সরাসরি ইউপিতে দায়ের ১৭১৫ টি, জেলা আদালত থেকে প্রেরিত ২৩৫ টি মামলা দায়ের ও নিষ্পত্তির করা হয়।
Comments