হিলিতে শয়ন কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
দিনাজপুরের হিলিতে নিজ শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় সিমি আক্তার (২৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে হাকিমপুর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক। নিহত সিমি আক্তার (২৭) হলেন হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকার রমিনের স্ত্রী। জীবীকার তাগিদে নিহতের স্বামী রমিন বর্তমানে ঢাকাতে কাজ করছেন।
নিহতের পরিবারের দাবি, গত কয়দিন থেকে শাশুড়ির সাথে মনোমালিন্য চলছিল সিমির। তারই জের ধরে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এই সুষ্ঠ তদন্ত ও বিচার চাই।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন , আজ সকালে সংবাদ পেয়ে হাকিমপুর থানা পুলিশের একটি টিম সাতকুড়ি এলাকায় রিমনে বাড়ি গিয়ে তার শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় স্ত্রী সিমি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে তবে মরদেহ
Comments