সিলেটে ট্রাক-আটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সিলেটের শাহপরান থানাধীন খাদিমনগর এলাকায় সিএনজি ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালকসহ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। এসময় সিএনজি অটোরিকশার আরও ৩ যাত্রী গুরুতর আহত হন।
নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার উমনপুর চিকনাগুল গ্রামের আতাউর রহমানের ছেলে মুন্না মিয়া (২০) এবং হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাসিন্দা তাজুল ইসলাম (৪০)।
এ ছাড়া রবিউল হাসান নয়ন (১৮), মাহফুজুর রহমান নাইম (২১) এবং মো. হাবিবুর লস্কর (৩৫) নামে সিএনজি অটোরিকশার ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সিলেটগামী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর ৪ যাত্রী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আর একজন মারা যান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (রহ.) থানার ওসি মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঢাকা জার্নালকে জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments