ICEP ২০২৬: মালদ্বীপে BNCC সফরে বাংলাদেশ–মালদ্বীপ প্রতিরক্ষা কূটনীতি আরও শক্তিশালী
আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচি (ICEP) ২০২৬ উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর প্রতিনিধিদলের মালদ্বীপ সফর করে। BNCC-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মাসুদের নেতৃত্বে প্রতিনিধিদলটি ৩০ ডিসেম্বর ২০২৫-এ মালদ্বীপে আগমন করে এবং কর্মসূচি শেষে ৯ জানুয়ারি ২০২৬-এ দেশে ফেরার কথা রয়েছে।
সফরকালে প্রতিনিধিদলটি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় সামরিক প্রশিক্ষণ, ক্যাডেট ও যুব পর্যায়ে বিনিময়, ভবিষ্যৎ যৌথ উদ্যোগ এবং উদীয়মান সামরিক নেতৃত্বের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। হাইকমিশনার আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচিকে সামরিক সফট পাওয়ার ও প্রতিরক্ষা-ভিত্তিক জনকূটনীতির একটি কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ, মালদ্বীপ, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের ক্যাডেটদের অংশগ্রহণে মালদ্বীপে আনুষ্ঠানিকভাবে শুরু হয় আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচি ২০২৬, যা আঞ্চলিক শান্তি, সহযোগিতা ও আস্থাবর্ধক ব্যবস্থার প্রতি অংশগ্রহণকারী দেশগুলোর যৌথ অঙ্গীকারের প্রতিফলন।
সফরের অংশ হিসেবে BNCC প্রতিনিধিদলটি মালদ্বীপের প্রতিরক্ষা উপমন্ত্রী, চিফ অব ডিফেন্স ফোর্স, পুলিশ কমিশনার এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এসব বৈঠক দুই দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা জোরদারের পাশাপাশি সামরিক, প্রাতিষ্ঠানিক ও জনগণ-পর্যায়ের সম্পর্ক আরও সুদৃঢ় করেছে।
সার্বিকভাবে, এই সফর ক্যাডেট ও যুব পর্যায়ে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ–মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিরক্ষা সম্পর্ককে আরও জোরদার করবে।
Comments