বাহরাইনের বাংলাদেশ দূতাবাসে বেগম জিয়ার সন্মানে শোকবই
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন গণতান্ত্রিক নেত্রী ও দেশমাতা খালেদা জিয়ার ইন্তেকালে বিশ্বব্যাপী শোকের আবহ সৃষ্টি হয়।
এই মহান নেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশের লক্ষ্যে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দূতাবাস প্রাঙ্গণে দুই দিনের জন্য একটি শোক বই খোলা রাখা হয়। যা মরহুমা বেগম খালেদা জিয়ার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও মর্যাদার প্রতিফলন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাহরাইন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করে শোক বইয়ে সই করেন দলের সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।
এ সময় বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতা, জাতীয়তাবাদী যুবদলের নেতাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থেকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। গণতন্ত্র, জাতীয়তাবাদ ও স্বাধীনতার প্রশ্নে আপোষহীন এই নেত্রীর অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
Comments