বাংলাদেশ–মালদ্বীপ বৈঠকে চিকিৎসা ও উচ্চশিক্ষায় কৌশলগত সহযোগিতা জোরদার
মঙ্গলবার ৬ জানুয়ারি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চিকিৎসা ও উচ্চশিক্ষায় সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে উচ্চপর্যায়ের এক দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। বৈঠকে চিকিৎসা ও ডেন্টাল চিকিৎসা শিক্ষায় মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে ভর্তির সুযোগ সম্প্রসারণ, স্বাস্থ্যখাতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে ঐকমত্য হয়।
বৈঠকে মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ ও আব্দুল রহিম হাসান অংশ নেন। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম, সঙ্গে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।
আলোচনায় জানানো হয়, বর্তমানে বাংলাদেশে ১১২টি মেডিকেল কলেজে ১১ হাজারের বেশি আসন রয়েছে, যার একটি বড় অংশ বিদেশি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। বাংলাদেশে পড়াশোনা শেষ করা মালদ্বীপের শিক্ষার্থীদের নিজ দেশে ইন্টার্নশিপে কোনো অতিরিক্ত পরীক্ষার প্রয়োজন না হওয়ায় এ সহযোগিতা আরও কার্যকর হচ্ছে।
উভয় পক্ষ মনে করছে, এই উদ্যোগ দুই দেশের স্বাস্থ্যখাতকে শক্তিশালী করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
Comments