মালদ্বীপে ভোটারদের হাতে পৌঁছালো পোস্টাল ব্যালট
দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করা প্রবাসীদের কাছে ইতোমধ্যে ব্যালট পৌঁছাতে শুরু করেছে। এর অংশ হিসেবে মালদ্বীপে বসবাসরত প্রবাসীরাও পোস্টাল ব্যালট হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ নভেম্বর শুরু হওয়া পোস্টাল ভোট নিবন্ধন কার্যক্রমের বর্ধিত সময়সীমা শেষ হয় চলতি বছরের ৫ জানুয়ারি। এ সময়ের মধ্যে বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে ১২৩টি দেশের মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন সম্পন্ন করেন। তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিদেশে বসেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
মালদ্বীপ থেকে মোট ৯ হাজার ১৭৩ জন প্রবাসী পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন, যা দেশভিত্তিক তালিকায় ১৬তম অবস্থানে রয়েছে। ইতোমধ্যে যারা আগে নিবন্ধন সম্পন্ন করেছেন, তারা ব্যালট গ্রহণ শুরু করেছেন।
ব্যবস্থাটিকে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হিসেবে উল্লেখ করে প্রবাসীরা জানান, ভোটের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হতে পেরে তারা সন্তোষ প্রকাশ করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন।
এদিকে বাংলাদেশ হাই কমিশন, মালদ্বীপ জানিয়েছে, জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতীক চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্রবাসীদের ব্যালট প্রদান ও দেশে প্রেরণের বিষয়ে অপেক্ষা করতে অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রবাসীদের এই ঐতিহাসিক অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।
Comments