মালদ্বীপে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফেরাত কামনায় মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) রাজধানী মালের একটি অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মালদ্বীপ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম। এছাড়া সহ-সভাপতি মোঃ এমরান হোসেন তালুকদার, ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে খলিলুর রহমান বলেন, খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশ গঠন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। তিনি বলেন, "দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একজন প্রভাবশালী নারী নেত্রী হিসেবে খালেদা জিয়া শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও একটি সুপরিচিত ও সম্মানিত নাম ছিলেন।"
তিনি আরও বলেন, আপসহীন নেতৃত্ব, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানে আরও ছিলেন মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মেহের মিয়া রানা, সহ-সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন, মোঃ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ খলিলুর রহমান শাহাজী, দপ্তর সম্পাদক মোঃ ওমর ফারুক অনিক, ক্রীড়া সম্পাদক মোঃ মামুন, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার সদস্য সচিব মোঃ মানিক হোসেন, যুবদল নেতা মোহাম্মদ আরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
এছাড়াও অনুষ্ঠানে ছিলেন প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আলমগীর সিকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন দলটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ।
Comments