অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিল মালদ্বীপ সরকার
মালদ্বীপ সরকার দেশটিতে অবস্থানরত অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধ করার লক্ষ্যে একটি বিশেষ নিয়মিতকরণ কর্মসূচি চালু করেছে। "অপারেশন কারাঙ্গি (Operation Kurangi)" নামে এই উদ্যোগের মাধ্যমে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করলে অবৈধভাবে অবস্থানরত শ্রমিকরা আইনি মর্যাদা পাওয়ার সুযোগ পাবেন।
হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচি কার্যকর থাকবে ১ জানুয়ারি থেকে ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত। কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ের মধ্যে যোগ্য প্রার্থীরা আবেদন করলে তাদের কাজ ও অবস্থানের আইনি স্বীকৃতি দেওয়া হবে।
এই কর্মসূচির আওতায় তারাই আবেদন করতে পারবেন—
যারা মালদ্বীপে বৈধভাবে প্রবেশ করেছিলেন কিন্তু বর্তমানে তাদের ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতির মেয়াদ শেষ হয়েছে, যারা আগে কখনো বৈধকরণের সুযোগ পাননি, যারা বর্তমানে মালদ্বীপে অবস্থান করছেন এবং যাদের বিরুদ্ধে পূর্ববর্তী নিয়োগকর্তার পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ নেই।
মালদ্বীপে দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসী শ্রমিক একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে, বিশেষ করে পর্যটন ও নির্মাণ খাতে। অনেক শ্রমিক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কাজ চালিয়ে যাচ্ছেন বা ভ্রমণ ভিসায় এসে শ্রমে যুক্ত হচ্ছেন। এতে একদিকে শ্রমিকরা নিরাপত্তাহীনতা ও মানবাধিকার সংকটে পড়ছেন, অন্যদিকে সরকার শ্রমবাজার নিয়ন্ত্রণে সমস্যার মুখে পড়ছে।
এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার সীমিত সময়ের জন্য নিয়মিতকরণের সুযোগ দিয়েছে, যাতে অবৈধ শ্রমিকদের আইনি কাঠামোর আওতায় আনা যায় এবং অভিবাসন ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হয়।
বৈধকরণ সম্পন্ন হলে শ্রমিকরা—অনুমোদিত কর্মস্থলে থেকে কাজ করার সুযোগ পাবেন, শ্রম আইন ও সরকারি সুরক্ষার আওতায় আসবেন। গ্রেপ্তার, ডিটেনশন বা হয়রানির ঝুঁকি থেকে নিরাপদ থাকবেন এবং আইনি মর্যাদার পাওয়ার কারণে প্রয়োজনীয় সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই সুযোগটি সম্পূর্ণভাবে সময়সীমাবদ্ধ। ২ এপ্রিল ২০২৬–এর পর যারা বৈধকরণের জন্য আবেদন করবেন না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং দেশত্যাগে বাধ্য করা হতে পারে।
উল্লেখ্য, মালদ্বীপের পর্যটন ও নির্মাণ খাতে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক কাজ করেন। অবৈধ শ্রমিক সমস্যা নিয়ন্ত্রণে আনতে এর আগেও পুলিশ, ইমিগ্রেশন ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। সর্বশেষ এই নিয়মিতকরণ কর্মসূচিকে সরকার একটি মানবিক ও বাস্তবসম্মত সমাধান হিসেবে দেখছে।
মালদ্বীপ সরকারের এই উদ্যোগ অবৈধ প্রবাসী শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যা তাদের আইনি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অভিবাসন ও শ্রম ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে।
Comments