খালেদা জিয়ার স্মরণে মালদ্বীপে শোক বই, কূটনৈতিক মহলের গভীর শ্রদ্ধা
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে আনুষ্ঠানিকভাবে শোক বই খোলা হয়েছে। গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে এই শোক বইয়ে সই করে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের প্রতিনিধিরা তাদের সমবেদনা প্রকাশ করেন।
শোক বইয়ে স্বাক্ষর করেন মালদ্বীপে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার নিকল, ভারতের হাইকমিশনার বালা সুব্রামনি এবং শ্রীলঙ্কার হাইকমিশনার মোহাম্মদ রিজভী হাসান। তারা সবাই শোক বার্তায় প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সমবেদনা বার্তায় কূটনীতিকরা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার দেশ গঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাজনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। তারা উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একজন প্রভাবশালী নারী নেত্রী হিসেবে খালেদা জিয়া শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও একটি পরিচিত নাম ছিলেন।
এ সময় বাংলাদেশ হাই কমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম জানায়, খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্বগুণ ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
Comments