মালদ্বীপে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে মালদ্বীপে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১শে ডিসেম্বর) বাদ আছর মালদ্বীপের জাতীয় মসজিদে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় নাগরিকদের পাশাপাশি মালদ্বীপে অবস্থানরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। এ ছাড়া মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন। বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও এতে উপস্থিত ছিলেন।
জানাজা শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করা হয়।
এ সময় প্রবাসী বাংলাদেশিরা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেত্রী ছিলেন। তার রাজনৈতিক অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
Comments