মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের উদ্যেগে বিজয় দিবসের আলোচনা
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার উদ্যেগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া সভাপতি মোঃ আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মোঃ কাজী সালাউদ্দিন, মোঃ জসিম উদ্দিন ও মোঃ রেফাজ রহমান রাসেল।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সিনিয়য়র সহ- সভাপতি কবি রফিক আহমদ খান, দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি, সাংবাদিক মোহাম্মদ আলী, সদস্য বশির ইবনে জাফর, তরুণ কমিউনিটি নেতা আসাদুজ্জামান মাসুম, বিডিএফসি সিনিয়র সহ- সভাপতি আলী আজগর মিলন, বাংলাদেশি স্টুডেন্টস অর্গানইজেশন মালয়েশিয়া সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বী প্রমুখ ।
অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ অভ্যুত্থানের বীর শহীদ এবং সদ্য প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় ।
Comments