মালদ্বীপে অনুষ্ঠিত হলো বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ
মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (২৬শে ডিসেম্বর) মালদ্বীপে অনুষ্ঠিত হলো বাংলাদেশ–মালদ্বীপ প্রীতি ক্রিকেট ম্যাচ। বাংলাদেশ হাই কমিশন মালদ্বীপ ও ক্রিকেট বোর্ড অব মালদ্বীপের যৌথ উদ্যোগে আয়োজিত এই ম্যাচে মুখোমুখি হয় প্রবাসী বাংলাদেশি ক্রিকেট দল এবং মালদ্বীপ ক্রিকেট বোর্ড একাদশ।
মালদ্বীপের জাতীয় ক্রিকেট ভেন্যু একুভেনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই জমজমাট ম্যাচের স্পন্সরশিপে দায়িত্বে ছিল এনবিএল মানি ট্রান্সফার মালদ্বীপ।
টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে টসে জিতে মালদ্বীপ ক্রিকেট বোর্ড একাদশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে প্রবাসী বাংলাদেশি ক্রিকেট দল নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৩ রান। দলের পক্ষে শফিক ৩০ বলে ৩৯ রান এবং মেহেদী হাসান ২৪ বলে ৩৭ রান করে উল্লেখযোগ্য অবদান রাখেন। বল হাতে মালদ্বীপের আহমেদ অনিল ৩ ওভারে ৩ উইকেট এবং ইসমাইল নাজওয়ান ৩ ওভারে ২ উইকেট শিকার করেন।
১১৪ রানের জবাবে মালদ্বীপ ক্রিকেট বোর্ড একাদশ ১২ ওভার ৫ বলেই ২ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে। দলের আহমেদ রিসওয়ান ৩২ বলে ৪৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন এবং ম্যাচসেরার পুরস্কার লাভ করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ড. মোঃ নজমুল ইসলাম এবং মালদ্বীপের ক্রীড়া ফিটনেস ও বিনোদন মন্ত্রী আব্দুল্লাহ রাফিউ। এ সময় হাই কমিশনার ড. মোঃ নজমুল ইসলাম বলেন,
"খেলাধুলার মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও মালদ্বীপ জাতীয় ক্রিকেট দলের মধ্যে আরও খেলাধুলার আয়োজনের সুযোগ সৃষ্টি হবে—এটাই আমাদের প্রত্যাশা।"
অনুষ্ঠানে আরও ছিলেন মিশনের শ্রমসচিব মোঃ সোহেল পারভেজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালদ্বীপ শাখার সভাপতি খলিলুর রহমান, প্রবাসী ফোরাম মালদ্বীপের সেক্রেটারি সাজ্জাদ হোসেন, প্রবাসী আধিকার পরিষদে মালদ্বীপের সভাপতি মো. আলমগীর হোসেন, এনবিএল মানি ট্রান্সফার মালদ্বীপের সিইও মাসুদুর রহমান, লোকাল ডিরেক্টর হান্নান কবিরসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।
প্রবাসীরা মনে করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন বাংলাদেশ ও মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে। পাশাপাশি কর্মব্যস্ত জীবনের মাঝেও প্রবাসীদের জন্য এটি এনে দেয় আনন্দ ও স্বস্তির এক অনন্য সুযোগ।
Comments