মালদ্বীপে CAVA টুর্নামেন্টে বাঘিনীদের প্রথম আন্তর্জাতিক জয়
মালদ্বীপে অনুষ্ঠিত চার দেশীয় CAVA ভলিবল টুর্নামেন্ট ২০২৫শে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ভলিবল দল। টুর্নামেন্টের বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) টুর্নামেন্টের নবম ম্যাচে আফগানিস্তান নারী দলের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে বিদেশের মাটিতে নিজেদের প্রথম আন্তর্জাতিক জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশের বাঘিনীরা।
এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ নারী দল। এই ম্যাচে দলটি আত্মবিশ্বাসী ও সুশৃঙ্খল পারফরম্যান্স প্রদর্শন করে। আক্রমণ ও রক্ষণ—উভয় দিকেই ধারাবাহিকতা বজায় রেখে তিন সেটের একটিতেও আফগানিস্তান দলকে সুযোগ দেয়নি বাংলাদেশ।
রোমাঞ্চকর এই ম্যাচে প্রতিটি সেটেই বাংলাদেশ নারী দল ২৫ পয়েন্ট করে সংগ্রহ করে সরাসরি তিন সেটে ম্যাচটি জয় করে নেয়। আফগানিস্তান দল কোনো সেটেই বাংলাদেশের গতি ও ছন্দের সঙ্গে তাল মেলাতে পারেনি।
এই জয়ের মধ্য দিয়ে চার দেশীয় CAVA ভলিবল টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করে বাংলাদেশ নারী ভলিবল দল। আন্তর্জাতিক অঙ্গনে এটি বাংলাদেশ নারী ভলিবলের জন্য একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
কোচিং স্টাফ ও দলের খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত এই সাফল্য ভবিষ্যতে আন্তর্জাতিক ভলিবলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিদেশের মাটিতে এই প্রথম জয় দেশের নারী ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।
বাংলাদেশ নারী ভলিবল দলের এই সাফল্য দেশের ও প্রবাশের ক্রীড়ামোদী দর্শক ও ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে।
Comments