চাকরির ফাঁদে ইতালিতে বাংলাদেশিদের অপহরণ, ২০ হাজার ইউরো মুক্তিপণ আদায়
চাকরির আশ্বাস দিয়ে দুই বাংলাদেশি প্রবাসীকে অপহরণ করে ভয়াবহ নির্যাতনের ঘটনায় ইতালির সিসিলি অঞ্চলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, এই ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ইতালীয় পুলিশ। আরও একজন সন্দেহভাজন পলাতক রয়েছে।
পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগী দুই বাংলাদেশি বৈধভাবে 'দেক্রেতো ফ্লুসি' ভিসায় ইতালিতে প্রবেশ করেন। দেশটিতে পৌঁছানোর পর ভালো চাকরির প্রলোভন দেখিয়ে একটি চক্র তাদের সিসিলির ভিত্তোরিয়া এলাকা থেকে রাগুসা প্রদেশের একটি নির্জন বাড়িতে নিয়ে যায়।
অপহরণের পর ওই বাড়িতে তাদের শিকল দিয়ে বেঁধে রাখা হয় এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। তদন্তে উঠে এসেছে, নির্যাতনের সময় অপহরণকারীরা মোবাইল ফোনে ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের আর্তনাদ শোনাত, যাতে পরিবার দ্রুত মুক্তিপণ দিতে বাধ্য হয়।
অপহরণকারীরা বাংলাদেশে থাকা পরিবারের কাছে প্রায় ২০ হাজার ইউরো মুক্তিপণ দাবি করে। প্রাণের ভয়ে পরিবারগুলো অর্থ পরিশোধ করলে পরে ভুক্তভোগীদের ছেড়ে দেওয়া হয়। তবে পুলিশে গেলে ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
ঘটনার তদন্তে নেমে ইতালীয় পুলিশ ২৫ থেকে ৪৩ বছর বয়সী তিনজনকে গ্রেপ্তার করে। তারা একটি সংঘবদ্ধ অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই ঘটনা ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। জীবিকার সন্ধানে এসে নিজ দেশের মানুষের হাতেই এমন নির্মমতার শিকার হওয়ার ঘটনায় প্রবাসীদের নিরাপত্তা ও বিশ্বাসের জায়গা নিয়ে প্রশ্ন উঠছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিবাসীদের লক্ষ্য করে পরিচালিত এমন অপরাধচক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
Comments